ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেইতে সোমবার রুশ কনস্যুলেট লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলায় কেউ আহত হয়নি। পুলিশের এক সূত্রের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই সূত্র জানিয়েছে, হামলার সময় তিনটি বিস্ফোরকের মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে।
এই হামলার দিনই ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর তৃতীয় বর্ষপূর্তি।
হামলার পর পুলিশ কনস্যুলেটটি ঘিরে ফেলে এবং ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা সেখানে বোমা নিষ্ক্রিয়করণ রোবটের মাধ্যমে পরিচালিত বিস্ফোরণের শব্দ শুনতে পান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ সাংবাদিকদের বলেন, ‘মার্সেইতে রুশ কনস্যুলেট জেনারেলের চত্বরে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর সব চিহ্নই সন্ত্রাসী হামলার নির্দেশ দেয়।
তিনি আরো বলেন, ‘আমরা চাই, স্বাগতিক দেশটি দ্রুত ও সম্পূর্ণ তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক, পাশাপাশি রাশিয়ার বিদেশি মিশনগুলোর নিরাপত্তা জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিক।’
এদিকে ফ্রান্স দ্রুত এই ঘটনায় নিন্দা জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘ফ্রান্স কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার নিন্দা জানায়।’
তিনি আরো বলেন, ‘কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনা ও তাদের কর্মীদের অখণ্ডতা, সুরক্ষা ও নিরাপত্তা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির মধ্যে পড়ে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ নেতা ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থী ইউক্রেনে আক্রমণ শুরু করেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘর্ষের সূচনা করে।