শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ০৩:১০ পিএম

‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র।

বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। ১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। সে সময়েই পান অগ্নিকন্যা খেতাব।

১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ন্যাপ ১৯৭০ সালের নির্বাচন বর্জন করলেও ন্যাপ নেতা মতিয়া চৌধুরীও নির্বাচন বর্জন করেন। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের ডাকে সারা দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণার পাশাপাশি এবং গেরিলা ক্যাম্পে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবাশুশ্রুষায় সক্রিয়ভাবে অংশ নেন। সে সময় থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।
বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর প্রতিবাদীদের অন্যতম ছিলেন মতিয়া চৌধুরী। এ কারণে তাকে কারাবরণ করতে হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১২ জানুয়ারি ২০২৩ সালে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।