২৫ ডিসেম্বর, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যীশু খ্রিষ্টের জন্মদিন, মধুপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে, ২৪ ডিসেম্বর রাত ১০ টায় অরনখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিষ্টানদের কেন্দ্রীয় মিশনারীতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। খ্রিষ্টান ধর্মের অনুসারীরা এই দিনে নানা আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও কেক কাটার মাধ্যমে যীশুর জন্মদিন উদযাপন করেন।
মিশনারী ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবিরসহ অন্যান্য ভক্তরা একত্রিত হয়ে কেক কাটেন। জলছত্র মিশনারী ধর্মপল্লীর আঙিনা পূর্ণ হয়ে যায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সমাগমে। ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, তারা দেশ ও জাতির কল্যাণে এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য বিশেষ প্রার্থনা করেছেন। পরিবেশ সুন্দর রাখার জন্য তিনি প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানান।