রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দিতিকন্যা লামিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দিতিকন্যা লামিয়া

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে।

প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন।


লামিয়া জানিয়েছেন, ‘জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’


এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই?

তিনি আরও লেখেন, আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।