শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বাংলাদেশ ধ্বংসের মূল কারণ ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা

ওসমানীনগরে ড. এনায়েতুল্লাহ আব্বাসী

জিতু আহমদ, ওসমানীনগর (সিলেট)

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

বাংলাদেশ ধ্বংসের মূল কারণ ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা

ড. আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, বিজ্ঞান নামে গাঁজাখুরি গল্প বইপত্রে এখন পড়ানো হয়। বাংলাদেশ ধ্বংসের মূল কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা পাই নাই। বিশেষ করে গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল তার ভারতের র' এর পরামর্শে বাংলাদেশে শিক্ষার মেরুদন্ড ভেঙে দিয়েছিল। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে গিয়ে পড়াশোনা না করে হাড়ি-পাতিল বানাতো, খিচুরী আর ডিম বাজা শিখতো।বাবুর্চি বানাতে চাইছিল সবাইকে।

গতকাল রবিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামে শানে গাউছিয়া ইসলামী যুব সংঘের আয়োজনে ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, শুধু বাংলাদেশের সংস্কার করলে হবে না, সংস্কার করতে হবে সংসদে, সংস্কার চাই আইনে, সংস্কার চাই সংবিধানে, শিরক মুক্ত সংবিধান চাই, কুফর মুক্ত আইন চাই, শিরক মুক্ত পার্লামেন্ট চাই, মানুষের মনগড়া আইনে বাংলাদেশ চলবে না। কোরআন সুন্নাহর আলে একটি তাওহীদ ভিত্তিক আইন আমরা চাই।

তিনি আরো বলেন, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা হয়েছে আর যা হারাম করেছেন তা হালাল করা হয়েছে- শুধু মাত্র ইসলামী শাসন না থাকার কারণে। বিয়েতে বরের বয়স ২১ আর কনের বয়স ১৮ এর নিচে হলে সেটাকে আইন বিরোধী করা হয়েছে। বাল্যবিয়ে আইন সম্পূর্ণ কুরআন-সুন্নাহ বিরোধী আইন। তা বাতিল করতে হবে। এটা একটা কুফরি মতবাদ। অথচ অনুরুপ বয়সের নিচের ছেলে-মেয়ে ব্যবিচারে লিপ্ত হলে সেটার ব্যপারে কিছু বলা যাবে না। অন্যদিকে মদকে হারাম করা হলেও বাংলাদেশে মদের ট্যাক্স নিয়ে হালাল করা হচ্ছে। তাই ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠা করা হলে এসব হারাম কাজ বন্ধ হবে আর হালাল কাজ চালু হবে।

মাওলানা আব্দুল মতিন গজনভী, নানু মিয়া ও আনহার মিয়ার সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরো বক্তব্য দেন মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আসকর আলী প্রমূখ।