শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

লন্ডনে তারাবি পড়াবেন হাফেজ কামরুল আলম

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

লন্ডনে তারাবি পড়াবেন হাফেজ কামরুল আলম

বাংলাদেশের দ্বিতীয় সুদাইস নামে পরিচিত হাফেয কামরুল আলম। সুমধুর কন্ঠে যার তিলাওয়াতে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষকে আপ্লূত করে। আসন্ন রমজানে তিনি ইংল্যান্ডের চেস্টার সিটির চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজের ইমামতি করবেন।

 

ইতিপূর্বে তিনি গত দুই বছর মালদ্বীপে সরকারি আমন্ত্রণে ২০২৩ ও ২০২৪ সালে পবিত্র মাহে রমজানের তারাবি নামাজের ইমামতি করেছেন।

 

হাফেজ কামরুল আলম জানান, এ বছর তারাবি নামাজের ইমামতির জন্য তিনি বেশ কিছু দেশ থেকে আমন্ত্রণ পান। কানাডা, ফ্রান্স এবং ইংল্যান্ডেরও বেশ কিছু মাসজিদ, এবং মালদ্বীপ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়।

 

বর্তমানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের চেস্টার শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে। 

তিনি বলেন, এখানকার মসজিদ কমিটি এবং স্থানীয় সবাই আমাকে অনেক ভালোবাসেন। তাদের মায়া ও ভালোবাসায় আমি এবছর এখানেই তারাবির নামাজ পড়াবো।

 

হাফিজ কামরুল আলম সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাসামপুর গ্রামের মাওলানা মাহবুবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় ভর্তি হন মাদ্রাসায়। জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষার পর নিজ ইচ্ছায় দুই বছরের মাথায় হিফজুল কোরআন শেষ করেন তিনি।