অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যা অগ্নিসংযোগ ভাঙচুরের মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান জানান, গ্রেফতারের বিষয়টি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তাকে ঢাকা থেকে হবিগঞ্জে আনার জন্য পুলিশের একটি বিশেষ টিম প্রস্তুত করা হচ্ছে।