বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

ফেনীর জেলা প্রশাসককে জনতার অধিকার পার্টির ১৯ দফা দাবি

আর এ জাবেদ , ফেনী

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

ফেনীর জেলা প্রশাসককে জনতার অধিকার পার্টির ১৯ দফা দাবি

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে জনতার অধিকার পার্টির (পিআরপি) ১৯ দফা দাবি পেশ করেছে। 
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী জেলা জনতার অধিকার পার্টির সভাপতি নুরেরজ্জামান লিঠু, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: শাহাজান সবুজ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে জনসার্থে ১৯ দফা পেশ করে। 
দাবী গুলো  হচ্ছে জেলা প্রশাসক  বরাদ্দ থেকে শীতে ও রমজান  অসহায় পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়াতে পিআরপি পার্টিকে সহযোগিতা করতে হবে, ফেনী শহরের মহিপাল, ট্রাংক রোড, সদর হাসপাতাল, গ্যাস কোম্পানী পর্যন্ত  যানজট নিরসনের কাজ করতে হবে, সোনাগাজী রোড়ে লালপোল ও রেইল গেইট ফ্লাইওভার নির্মাণের উদ্যেগ নিতে হবে, নিত্যপণ্যের  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তেল, চাল, ছোলা, গরুর মাংস দাম কমাতে নিয়মিত তদারকি করতে হবে, রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং জোরদার করতে হবে।  শহরের  মধ্যে প্রবেশপথ দুই পাশে (আনছার ক্যাম্প থেকে ট্রাংকরোড, ট্রাংক রোড থেকে একাডেমী, মিজান রোডের মাথায় অবৈধ গাড়ি পার্কিং করার কারনে যানজট সৃষ্টি হয় এবং ফুটপাতের দোকানগুলো সু-নির্দিষ্ট স্থানে সরিয়ে নিতে উদ্যেগ নিতে হবে, জেলা ও উপজেলা সরকারী হাসপাতালগুলোতে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের যথা সময়ে উপস্থিত ও প্রস্থান নিশ্চিত করন ও পরিবেশ বান্ধব শৌচাগারকে ব্যবহার উপযোগী ও পরিষ্কার রাখাতে হবে। জেলার  বিভিন্ন সরকারি বেসরকারী স্কুল-কলেজ গুলোতে সেশন ফি নামে গলাকাটা ফি (টাকা) আদায় করা বন্ধ করতে উদ্যেগ নিতে হব,;জেলার বিভিন্ন স্থানে  কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে হবে, ফেনী জেলাকে মাদক মুক্ত করতে অগ্রণ ভূমিকা রাখতে হবে, জেলা ব্যাপি  চাঁদাবাজি ও দুর্ণীতিমুক্ত করা করতে কঠোর ভূমিকা পালন করতে হবে, মহিপালে অবস্থিত  বাসটার্মিনাল কে প্রস্বস্তিকরণ করতে হবে। 
পৌরসভার ১৮টি ওয়ার্ডের ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে উদ্যেগ গ্রহণ করতে হবে, খাবারের হোটেল গুলোতে অতিরিক্ত টেস্টিংসল্টের ব্যবহার প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। মিষ্টি দোকানে অতিরিক্ত ক্যামিকেল ব্যবহার প্রতিরোধে নিয়মিত মনিটরিং করা, রাত ১০ টার পর শহর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পুলিশ টহল নিয়মিত করণ, জেলার  জনগুরুত্বপূর্ণ যে মিটিং গুলো হবে সেগুলোতে আমাদের এক বা একাধিক সদস্যের অংশগ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ঔষধ ছিটানোর ব্যবস্থা, জেলার ৬টি উপজেলার উপজেলা প্রশাসকদের সাথে জনগুরুত্বপূর্ণ মিটিংয়ে আমাদের উপস্থিতির নির্দেশনা প্রদান করার দাবী জানানো হয়। 
এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম সকল দাবী শুনে ব্যবস্থা নেওয়া আশ্বাস ও জেলা প্রশাসকের জনগণের স্বার্থে সকলের পাশে থেকে সহযোগিতা করার আশা প্রকাশ করেন।