৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে থেকেও জামালপুর পৌরসভার কয়েক কোটি টাকার কাজ বাগিয়ে নেয়ার পায়তারা করছে মির্জা আজমের ছোট ভাই মির্জা সোহেল। এতে ক্ষুব্ধ জামালপুর পৌরসভার সকল ঠিকাদার। পালিয়ে থেকেও মির্জা আজমের ছোট ভাই কিভাবে ঠিকাদারি কাজ সম্পন্ন করবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
জামালপুর পৌরসভা থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ ডিসেম্বর শহরতলীর চন্দ্রা ঘুন্টি রেল ক্রসিং থেকে চন্দ্রা ঝিনাই নদী পর্যন্ত ১৩৬৫ মিটার আরসিসি ড্রেন নির্মানের জন্য টেন্ডার আহবান করে পৌরসভা। এর প্রাক্কলন ব্যয় নির্ধারন করা হয় ৫ কোটি ৯ লাখ ২৬ হাজার ৪০ টাকা। এতে মোট ১০টি দরপত্র বিক্রয় হলেও দরপত্র জমা দেন ৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান। দরপত্রের মূল্য ধরা হয় ৪ হাজার টাকা। আর টেন্ডার ওপেন হয় চলতি বছরের ৯ জানুয়ারি।
পৌর কর্তৃপক্ষ আরো জানায়, ৩ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ৭৪৩.৬৯৮ টাকায় টেন্ডারে প্রথম সর্বনিম্ন দরদাতা হয়েছেন মেসার্স লাবনী এন্টারপ্রাইজ। ৩ কোটি ৯০ লাখ ০৬ হাজার ৪৪০.৪২৭ টাকায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়েছেন মেসার্স এম এম এইচ- এম এম টি এন্টারপ্রাইজ। ৩ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ২৮১.৬০৬ টাকায় তৃতীয় সর্বনিম্ন দরদাতা হয়েছেন মেসার্স এসবি এন্ড আর ই এন্টারপ্রাইজ দিয়েছেন।
প্রথম সর্বনিম্ন দরদাতা মেসার্স লাবনী এন্টারপ্রাইজের মালিক হলেন মির্জা গোলাম মওলা সোহেল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সহোদর ভাই। আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর মাদারগঞ্জের নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন মির্জা সোহেল। এছাড়াও অবৈধভাবে বিত্তশালী হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ছিলো মির্জা সোহেলের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন-‘আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে তারা নানা অনিয়ম করে জামালপুর পৌরসভার সকল কাজ করেছেন। এখনো তারা থেমে নেই। তারা পালিয়ে থেকে শিডিউল ড্রপ করছে। সর্বনিম্ন দরদাতা হচ্ছে। তারা নিম্নমানের ঠিকাদারী কাজ করে অভ্যস্ত। এখনো যদি তারা নিম্নমানের ঠিকাদারী কাজ করে তাহলে দেশ দ্বিতীয় দফায় স্বাধীন করে লাভ কি হলো? আর তিনি পালিয়ে থাকলে কাজ কিভাবে করবেন? এখানে স্বাক্ষরসহ নানা বিষয় রয়েছে।’
মেসার্স সোয়াইব এন্টারপ্রাইজের মালিক মো. সাযযাতুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ আগেও যেভাবে টেন্ডারবাজি করেছে। এখনো তারা সেভাবেই টেন্ডারবাজি করছে। বিশেষ করে মির্জা পরিবার এখনো থেমে নেই। আত্মগোপনে থেকে এভাবে কাজ করা সম্ভব না। তারা যেনো এভাবে কাজ না করতে পারে। সেই দিকে পৌর কর্তৃপক্ষ নজর দিবে বলে আমরা আশা করি।’
এসব বিষয়ে জানতে মির্জা গোলাম মওলা সোহেলের মোবাইল ফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জামালপুর পৌরসভার সহকারী প্রকোশলী (প্রকৌশল বিভাগ) ফয়সাল হোসেন বকশী বলেন, ‘সব কাজ অনলাইনে হওয়ায় লাইসেন্স মালিক যে কেউ যে কোনো স্থান থেকে টেন্ডারে অংশগ্রহন করতে পারেন। আমাদের এই কাজে মাত্র টেন্ডার ওপেন হলো। এখন সব কাগজপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে এক থেকে দেড় মাস সময় লাগবে। এখানে নিয়ম অনুযায়ি সকল কাজ করা হবে।’