বিশ্বব্যাপি কোরআনের আলো ছড়িয়ে দিতে বুধবার (২৫ডিসেম্বর) সকালে শুরু হওয়া বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার হিফজুল কুরআন প্রতিযেগিতা শুক্রবার (২৭ ডিসেম্বর) জামিয়া ইসলামিয়া পটিয়ার মিলনায়তনে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা সলিম উদ্দীন মাহদীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও তাহফীজুল কোরআন সংস্থার সভাপতি আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার প্রধান উপদেষ্টা ও জামিয়া পটিয়ার সদরে মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, তাহফিজুল কোরআন সংস্থার সহ-সভাপতি আল্লামা জাকারিয়া আল আজহারী এবং বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার মহসচিব মাওলানা নুরুল আবছারসহ জামিয়ার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্যম, দেশের সর্ববৃহৎ এ প্রতিযোগিতায় ৫৯৩ টি প্রতিষ্ঠানের সর্বমোট ১ হাজার ১শ' ২জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। মোট প্রতিযোগী থেকে কোরআনের ৩০ পারা গ্রুপে ৫২৫ জন এবং ১৫ পারা গ্রুপে ৫৭৭ জন। এতে ৮৫ থেকে ১০০ নম্বর প্রাপ্ত সকলকে ১ম বিভাগ ধরা হয়। যা তিন ভাগে বিভক্ত করে পুরস্কার প্রদান করা হয়। উভয় গ্রুপের পুরষ্কার যোগ্য মোট প্রতিযোগী ৩২১ জন।