কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা স্থানীয় দুই কৃষককে অপহরণ করে। খবর পেয়ে তাদের উদ্ধার করতে পাহাড়ে গেলে অস্ত্রধারীরা জনতাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন যুবক আহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার দুই কৃষক আব্দুল মাবুদের পুত্র জাকির হোসেন এবং ভুলু মিয়ার পুত্র জহিরকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এ খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে গিয়ে অভিযান চালায়। তবে, অভিযানে যাওয়ার সঙ্গে সঙ্গে অপহরণকারীরা জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন যুবক আহত হন, সোহেল, কায়সার উদ্দিন এবং মো. সাকিব। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, "আমরা অপহৃত কৃষকদের উদ্ধার করতে না পারলেও, স্থানীয় জনতার সহায়তায় অপহরণ চক্রের সাথে জড়িত দুজনকে আটক করতে সক্ষম হয়েছি।" তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।