শনিবার, এপ্রিল ২০, ২০২৪

হেমায়েতপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৯:২৮ এএম

হেমায়েতপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ

ঢাকার সাভারে সড়কের পাশে জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের ঝাউচরে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন।

মৃত মো: নাছির হোসেন (৩৫) খুলনা জেলার বাগেরহাট থানা এলাকার মো: আইয়ুব আলীর ছেলে। সাভারের হেমায়েতপুরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

এসআই জাহিদুল বলেন, সকালে সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ গিয়ে মরদেহের প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করেন। পরে ওই ফোন থেকে মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তার স্বামী পেশায় অটোরিকশা শ্রমিক।
গলাকেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানান জাহিদুল।

তিনি বলেন, লাশের পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি পড়েছিল। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চালককে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের স্ত্রী লাভলী বেগম জানান, রাতে তার স্বামী (মো: নাছির হোসেন) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বেরিয়েছিলো। রাতে বাসায় ফেরেনি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। মঙ্গলবার সকালে পুলিশ ফোন করে স্বামীর মৃত্যুর খবর জানায়।

ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।